সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কুড়িল বিশ্বরোডের একটি বাসার বাথরুমে ঝুলন্ত অবস্থায় রংপুরের মিঠাপুকুরের যুবক জসিম উদ্দিনের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে উল্লেখ করলেও, ঘটনার কয়েকটি দিক সন্দেহের জন্ম দিয়েছে। প্রথমত, মরদেহ উদ্ধারকালে জসিমের পা মাটিতে স্পর্শ করছিল, যা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না। স্বাভাবিকভাবে, ঝুলে আত্মহত্যার সময় ব্যক্তির পা ভাসমান অবস্থায় থাকে। দ্বিতীয়ত, দড়ির গিঁটের ধরন অস্বাভাবিক বলে পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন। তাদের মতে, এই গিঁট পেশাদার বা অপরিচিত কৌশলে বাঁধা হয়েছে, যা জসিমের নিজের পক্ষে করা সম্ভব নয়।
জসিমের পরিবার সরাসরি পরিকল্পিত হত্যাকা-ণ্ডের অভিযোগ তুলেছেন। তাদের আশঙ্কা, জসিমের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব, আর্থিক বিরোধ বা স্থানীয় কোনো প্রতিপক্ষের যোগ থাকতে পারে। তারা জানান, জসিম ঢাকায় কাজ বা পড়াশোনার জন্য অস্থায়ীভাবে থাকতেন এবং সম্প্রতি তার আচরণে কোনো হতাশার লক্ষণ দেখা যায়নি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পোস্টমর্টেম ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হোক। বিশেষ করে, দড়ির গিঁট বিশ্লেষণ, শরীরে বিষের উপস্থিতি বা অন্য কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি।
পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত দেওয়া হলেও, শারীরিক সাক্ষ্য ও পরিবারের জবানির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে।
Leave a Reply