রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর লালবাগ এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত ব্যক্তি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply