বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলাও চলচ্চিত্র বিভাগের আয়োজনে পর্দা উঠলো বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ৯টি দেশের মোট ১২টি চলচ্চিত্র নিয়ে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় রয়েছে রেইনবো ফিল্ম সোসাইটি।
জানা গেছে, ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও সিলেট জেলায় তিন দিনব্যাপী ‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ আয়োজিত হবে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৭টা ৩০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
Leave a Reply