বছর ঘুরে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের স্মৃতি নিয়ে ফিরে এসেছে একুশে ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মাঝে শোক আর উৎসবের সংমিশ্রণ ঘটে এই দিনটিতে। একুশের প্রথম প্রহর থেকে শহীদদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিবারের মতো এবারও শ্রদ্ধা গ্রহণে শিল্পীর রং-তুলি আর আলপনায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার।
আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ২১শে ফেব্রুয়ারির আয়োজনকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষের দিকে। বেদিতে আঁকা হয়েছে আলপনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণে আলপনা এঁকে রং-তুলিতে সাজিয়ে তুলছেন। শহীদ মিনারের পাশের সড়কগুলোতেও আলপনা আঁকছেন শিক্ষার্থীরা। চারপাশের দেয়ালগুলোকে চিত্রকর্ম আর কবি-সাহিত্যিকদের উক্তিতে সাজিয়ে তোলা হয়েছে। এসব উক্তি আর চিত্রকর্মে উঠে এসেছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের গৌরবগাথা।
Leave a Reply