1. admin@dainikbanglarsongbad.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোজা রাখা এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা, মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করে পুলিশ। দুমকির পাংগাশিয়ায় স্কুল শিক্ষক কর্তৃক গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ।। কক্সবাজারে মশার জন্য মা জ্বালিয়ে গেলেন কয়েল, ফিরে এসে দেখেন পুড়ে অঙ্গার মেয়ের মৃত্যু। স্বামী ও শ্বশুরের নামে ধর্ষণ মামলা: মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চলছে। ঝিনাইগাতীতে ভূমিদস্যুর হাত থেকে আরো কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার পটুয়াখালী ভার্সিটিতে, কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।। চৌদ্দগ্রামে রিয়াজ হোসেন নামে ইফতারের পর পর গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। এক তরুণীকে স্বামী কে আটক সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ( ৫) জনকে গ্রেফতার করেছে পুলিশ। সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ৭ দফা নোয়াখালী কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ।

রমযানের রোযার গুরুত্ব, ফযীলত ও প্রতিদান

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫০ বার পাঠ করা হয়েছে

২য় রমজানের সেহরি ও ইফতারের সময় সূচিরমযানের রোযার গুরুত্ব, ফযীলত ও প্রতিদান

রমযানের রোযা ইসলামের অন্যতম স্তম্ভ। ঈমান, নামায ও যাকাতের পরই এর স্থান। রোযার আরবি শব্দ “সওম”, যার অর্থ “বিরত থাকা”। ইসলামী পরিভাষায় সওম হলো—প্রত্যেক সচেতন, প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যে পানাহার, স্ত্রী সহবাস ও রোযা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা।

রোযার ফরযিয়ত ও গুরুত্ব

রমযানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই সুস্থ, মুকীম এবং হায়েয-নেফাসমুক্ত প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রোযা রাখা ফরয। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন—

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
(সূরা বাকারা ২:১৮৩)

অর্থ: “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।”

আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন—

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
(সূরা বাকারা ২:১৮৫)

অর্থ: “তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন অবশ্যই রোযা রাখে।”

হাদীসে রোযার গুরুত্ব

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

“যখন তোমরা (রমযানের) চাঁদ দেখবে, তখন থেকে রোযা রাখবে এবং যখন (শাওয়ালের) চাঁদ দেখবে, তখন রোযা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তবে ত্রিশ দিন পূর্ণ করবে।”
(সহীহ বুখারী: ১৯০৯, সহীহ মুসলিম: ১০৮০)

ইচ্ছাকৃত রোযা পরিত্যাগের শাস্তি

শরয়ী ওযর ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমযানের একটি রোযাও ভঙ্গ করে, তাহলে সে বড় গুনাহগার হিসেবে পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন—

“আমি কিছু মানুষকে দেখলাম, যাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখ ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন বলা হলো, এরা সেই ব্যক্তি যারা ইফতারের সময় হওয়ার আগেই রোযা ভেঙে ফেলেছিল।”
(সহীহ ইবনে খুযাইমা: ১৯৮৬, সহীহ ইবনে হিববান: ৭৪৪৮, সুনানে নাসায়ী কুবরা: ৩২৮৬)

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন—

“যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমযানের একটি রোযা ভঙ্গ করে, সে আজীবন রোযা রাখলেও তার হক আদায় হবে না।”
(মুসান্নাফ ইবনে আবী শাইবা: ৯৮৯৩, সহীহ বুখারী ৪/১৬০)

রোযার ফযীলত ও প্রতিদান

১. আল্লাহ নিজেই রোযার প্রতিদান দিবেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

“মানুষের প্রত্যেক আমলের জন্য নির্দিষ্ট সওয়াব রয়েছে, তবে রোযা আল্লাহর জন্য বিশেষ। তিনি নিজেই এর প্রতিদান দিবেন। বান্দা শুধুমাত্র তাঁর সন্তুষ্টির জন্য পানাহার ও কামাচার বর্জন করে।”
(সহীহ বুখারী: ১৮৯৪, সহীহ মুসলিম: ১১৫১)

২. রোযাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা ‘রাইয়ান’

হযরত সাহল ইবনে সা’দ রা. থেকে বর্ণিত—

“জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি দরজা রয়েছে, যা কেবলমাত্র রোযাদারদের জন্য। কিয়ামতের দিন তাদের ডাকা হবে, এবং যখন তারা প্রবেশ করবে, তখন দরজা বন্ধ হয়ে যাবে। অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।”
(সহীহ বুখারী: ১৮৯৬, সহীহ মুসলিম: ১১৫২)

৩. কিয়ামতের দিন রোযাদারদের জন্য বিশেষ পানি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোযা রেখে তৃষ্ণার্ত থাকে, আল্লাহ তাকে কিয়ামতের দিন বিশেষ পানি পান করাবেন।”
(মুসনাদে বাযযার: ১০৩৯, মাজমাউয যাওয়াইদ: ৫০৯৫)

৪. রোযা জান্নাতে প্রবেশের মাধ্যম

হযরত আবু উমামা রা. বলেন—

“আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাকে এমন একটি আমল বলুন, যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করবো। তিনি বললেন, ‘তুমি রোযা রাখ, কারণ এর সমতুল্য কিছু নেই।'”
(মুসনাদে আহমদ: ২২১৪৯, সুনানে নাসায়ী: ২৫৩০)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019 Breaking News
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি