দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি-
আজ ১-লা মার্চ/২০২৫ ইং, ২৯-শে শাবান/১৪৪৬ হিজরী, ১৬-ই ফাল্গুন/১৪৩১ বাংলা, শনিবার, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আল্ হামদুলিল্লাহ্ আগামীকাল রবিবার ২-ই মার্চ/২০২৫ ইং থেকে ইনশাল্লাহ্ পবিত্র সিয়াম সাধনায় মাহে রমজানুল মোবারক মাসের প্রথম রোজা শুরু হচ্ছে।
সমগ্র আরব বিশ্ব সহ পশ্চিমা ও ইউরোপের অধিকাংশ দেশে গতকাল রমজানের চাঁদ দেখা দেওয়ায় সেখানে আজ প্রথম রোজা পালন করা হয়েছে।
মুসলিম উম্মাহ্-র উপর মহান আল্লাহ্-র রহমত,মাগফিরাত ও নাজাত এ-র আদর্শ ও মুক্তির বার্তায় আমাদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারো ফিরে এসেছে পবিত্র সিয়াম সাধনার মাহে রমজান মাস।
এই মাস সংযম ও ত্যাগের মাস। এই মাসে মুসলিম সম্প্রদায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থাকেন।
রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ করেন।
এই মাসে বেশি বেশি দান-সদকা করা এবং কোরআন তেলাওয়াত করা অত্যন্ত সওয়াবের কাজ।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশ ও বিদেশের সকল মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ।
মহান আল্লাহ আমাদের সকলকে সিয়াম সাধনার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন- আমিন।
Leave a Reply