বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ শোবার ঘরে বিদ্যুতের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেনের বাবা নজরুল ইসলাম ও মা রেবেকা বেগম জানান, ইমরান ঘরের ভেতর বিদ্যুতের লাইন মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply